Khoborerchokh logo

দাবি না মানা পর্যন্ত লাগাতার পরিবহন ধর্মঘট চলবে 157 0

Khoborerchokh logo

দাবি না মানা পর্যন্ত লাগাতার পরিবহন ধর্মঘট চলবে

নিজস্ব প্রতিবেদক:
শনিবার ৬নভেম্বর২০২১ইং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে মালিক-শ্রমিক পরিষদের অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব বলেন,পরিষ্কার কথা দাবি না মানা পর্যন্ত পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হবে না। ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক পরিষদের নেতারা একমত পোষন করেন ।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাবেনেএদিকে ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক পরিষদের নেতারা বলেন,দাবি মানলে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হবে। 
বুধবার (৩ নভেম্বর) মধ্যরাত থেকে জ্বালানি তেলের মূল্য প্রতি লিটার ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার ভোরবেলা থেকে পরিবহন মালিকরা তেলের দাম কমানো বা ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘট শুরু করেন। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন  সারাদেশের সাধারণ যাত্রীরা।
আব্দুল মোতালেব বলেন,স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের আশ্বস্ত করে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে দেশের বাইরে আছেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে যৌক্তিক দাবির বিষয়ে জানাবেন। এরপর আমাদের সঙ্গে মন্ত্রী মহোদয় আজ সন্ধ্যায় অথবা আগামীকাল রোববার আবারও বসে সিদ্ধান্ত নেবেন।
তিনি বলেন আরও বলেন, দুপুরে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আমরা বৈঠক শেষ করি। বৈঠকে ধর্মঘটের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দাবির কথা শুনেছেন এবং তিনি বলেছেন যৌক্তিক দাবিগুলো আলোচনা করে মেনে নেওয়া হবে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com